Album Blurred Banner Image

Bajlo Tomar Aalor Benu Song

  • Download the app

Bajlo Tomar Aalor Benu Song Lyrics

Bajlo Tomar Aalor Benu

বাজলো তোমার আলোর বেণু,
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু

আজ প্রভাতে,
সে সুরও শুনে খুলে দিনু মন।
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু,

অন্তরে যার লুকিয়ে রাজে
অরুণ-বীণায় সে সুর বাজে
সেই আনন্দ'যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু

আজ সমীরণ আলোয় পাগল
নবীনও সুরেরও লীলায়,
আজ শরতে আকাশবীণায়
গানের মালা বিলায়।
তোমায় হারা জীবনও মম
তোমারই আলোয় নিরুপম
ভোরেরও পাখি ওঠে গাহি
তোমারই বন্দন।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
বাজলো, তোমার, আলোর বেণু




ENGLISH LYRICS:

Bajlo tomar alor benu
Matlo re bhubon
Aaj probhate se shuro shune
khule dinu mon
Aj samiron aaloy pagol
Nabino shurero lilay
Aaj shorote akasho binay
ganero mala bilay
Tomay hara Jibono mamo
Tomari aloy nirupomo
Bhorero pakhi uthe gahi
tomari bondon





NOW PLAYING Bajlo Tomar Aalor... Retro Cool - Bengali V...
Added to Cart Added to Cart
Add